বই পড়া প্রবন্ধের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
বই পড়া প্রবন্ধের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর : বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা যায় ৷ শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার। কারণ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত । যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন। বাধ্য না হলে লোকে বই পড়ে না। লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্যচর্চা করা আবশ্যক বলে লেখক মনে করেন।
বই পড়া প্রবন্ধের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
১. ‘বই পড়া’ প্রবন্ধে লাইব্রেরির সার্থকতা কীসের চেয়ে কম নয় বলা হয়েছে? ক. হাসপাতাল খ. প্রকৃতির গ. জাদুঘর ঘ. লীলাভূমি উত্তর: ক. হাসপাতাল |
২. ‘বীরবল’ সাহিত্যিক ছদ্মনামে কে লিখতেন? ক. বলাইচাঁদ মুখোপাধ্যায় খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ. প্রমথ চৌধুরী ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর: গ. প্রমথ চৌধুরী |
৩. ‘বই পড়া’ প্রবন্ধে লাইব্রেরিকে কী বলা হয়েছে? ক. মনের হাসপাতাল খ. প্রকৃতির নিভৃত কোণ গ. মনের জাদুঘর ঘ. প্রকৃতির লীলাভূমি উত্তর: গ. মনের জাদুঘর |
৪. ‘বই পড়া” প্রবন্ধটি প্রমথ চৌধুরীর কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? ক. বীরবলের হালখাতা খ. প্রবন্ধ সপ্তাহ গ. নীললোহিত ঘ. পদচারণ উত্তর: খ. প্রবন্ধ সপ্তাহ |
৫. প্রমথ চৌধুরীর মতে মানুষের উদরপূর্তিতে সরাসরি কাজে লাগে না কোনটি? ক. লাইব্রেরি খ. বিজ্ঞান গ. সাহিত্য ঘ. ধর্ম উত্তর: গ. সাহিত্য |
৬. নীতির চর্চা কোথায় হয়? ক. জাদুঘরে খ. কলেজে গ. ঘরে ঘ. লাইব্রেরিতে উত্তর: ঘ. লাইব্রেরিতে |
৭. ‘বই পড়া’ প্রবন্ধটিতে প্রমথ চৌধুরী কীসের সমালোচনা করেছেন? ক. সাহিত্যের খ. শিক্ষা ব্যবস্থার গ. সুশিক্ষার ঘ. মনোরাজ্যের উত্তর: খ. শিক্ষা ব্যবস্থার |
৮. প্রমথ চৌধুরীর মতে দর্শনের চর্চা কোথায় হয়? ক. জাদুঘরে খ. কলেজে গ. ঘরে ঘ. লাইব্রেরিতে উত্তর: ঘ. লাইব্রেরিতে |
৯. কোন জাতি জ্ঞানে বড় নয়? ক. যারা অর্থে বড় নয় খ. যারা ধ্যানে বড় নয় গ. যারা মনে বড় নয় ঘ. যারা আভিজাত্যে বড় নয় উত্তর: ক. যারা অর্থে বড় নয় |
১০. ‘বই পড়া’ প্রবন্ধের রচয়িতা কে? ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. বনফুল গ. প্রমথ চৌধুরী ঘ. মোতাহের হোসেন চৌধুরী উত্তর: গ. প্রমথ চৌধুরী |
১১. প্রমথ চৌধুরীর জন্মতারিখ কোনটি? ক. ৭ জুলাই ১৮৩৮ খ. ৭ নভেম্বর ১৮৪৮ গ. ৭ অক্টোবর ১৮৫৮ ঘ. ৭ আগস্ট ১৮৬৮ উত্তর: ঘ. ৭ আগস্ট ১৮৬৮ |
১২. প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায় ছিল? ক. সিরাজগঞ্জ জেলায় খ. কুষ্টিয়া জেলায় গ. যশোর জেলায় ঘ. পাবনা জেলায় উত্তর: ঘ. পাবনা জেলায় |
১৩. ‘সুসার’ অর্থ কী? ক. নিষ্ফল খ. প্রাচুর্য গ. ঘাটতি ঘ. সফল উত্তর: খ. প্রাচুর্য |
১৪. ‘ভাঁড়ে ভবানী’- শব্দটি কী বোঝাতে ব্যবহৃত হয়? ক. ক্লান্ত অবস্থা বোঝাতে খ. রিক্ত অবস্থা বোঝাতে গ. অশান্ত অবস্থা বোঝাতে ঘ. সচ্ছল অবস্থা বোঝাতে উত্তর: খ. রিক্ত অবস্থা বোঝাতে |
১৫. ‘অবগাহন’ শব্দটির অর্থ কী? ক. ইচ্ছেমতো জলপান খ. সর্বাঙ্গ ঢেকে রাখা গ. ইচ্ছেমতো ঘুরে বেড়ানো ঘ. সর্বাঙ্গ ডুবিয়ে গোসল উত্তর: ঘ. সর্বাঙ্গ ডুবিয়ে গোসল |
১৬. ‘প্রচ্ছন্ন’ বলতে কী বোঝানো হয়? ক. প্রকাশ্য খ. প্রকট গ. গোপন ঘ. গভীর উত্তর: গ. গোপন |
১৭. ‘বই পড়া’ প্রবন্ধে উল্লিখিত ‘জীর্ণ” শব্দটির অর্থ কী? ক. পুরাতন খ. হজম গ. নতুন ঘ. লেহন উত্তর: খ. হজম |
১৮. ‘গতাসু’ শব্দটির অর্থ কী? ক. জীবিত খ. মৃত গ. স্বাস্থ্যবান ঘ. স্বাস্থ্যহীন উত্তর: খ. মৃত |
১৯. ‘কারদানি’ বলতে কী বোঝানো হয়? ক. চালবাজি খ. বাহাদুরি গ. মনরক্ষা ঘ. দেহরক্ষা উত্তর: খ. বাহাদুরি |
২০. প্রমথ চৌধুরী কোন বিষয়ে এম.এ. ডিগ্রি অর্জন করেন? ক. বাংলা খ. ইংরেজি গ. দর্শন ঘ. সংস্কৃত উত্তর: খ. ইংরেজি |
২১. প্রমথ চৌধুরী রচিত কোন পত্রিকাটি বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে? ক. সাহিত্যপত্র খ. সবুজপত্র গ. যুগবাণী ঘ. প্রবাসী উত্তর: খ. সবুজপত্র |
২২. বাংলা সাহিত্যে গদ্যধারার সূচনা ঘটে কার নেতৃত্বে? ক. রবীন্দ্রনাথ ঠাকুরের খ. প্রমথ চৌধুরীর গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তর: খ. প্রমথ চৌধুরীর |
২৩. প্রমথ চৌধুরীর রচিত গ্রন্থ কোনটি? ক. মাধবীলতা খ. বৈকুণ্ঠের উইল গ. নীললোহিত ঘ. পদ্মরাগ উত্তর: গ. নীললোহিত |
২৪. প্রমথ চৌধুরী কোন তারিখে মৃত্যুবরণ করেন? ক. ২রা আগস্ট ১৯৩৬ খ. ১লা জুলাই ১৯৪৬ গ. ৭ই আগস্ট ১৯৩৬ ঘ. ২রা সেপ্টেম্বর ১৯৪৬ উত্তর: ঘ. ২রা সেপ্টেম্বর ১৯৪৬ |
২৫. মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কী? ক. সাঁতার কাটা খ. বাগান করা গ. বই পড়া ঘ. গান শোনা উত্তর: গ. বই পড়া |
২৬. প্রমথ চৌধুরীর মতে আমাদের এখন করার সময় নয়? ক. পরিশ্রম করার খ. শখ করার গ. সন্দেহ করার ঘ. আশা করার উত্তর: খ. শখ করার |
২৭. প্রমথ চৌধুরীর মতে তিনি কোন পরামর্শটি দিলে অনেকে সেটিকে কুপরামর্শ হিসেবে দেখবেন? ক. আয় বুঝে ব্যয় করো খ. শখ করে বই পড়ো গ. অসৎ সঙ্গ ত্যাগ করো ঘ. বইয়ের পড়া মুখস্থ করো উত্তর: খ. শখ করে বই পড়ো |
২৮. প্রমথ চৌধুরীর মতে জাত হিসেবে আমরা কেমন নই? ক. অলস খ. পরিশ্রমী গ. অভিজাত ঘ. শৌখিন উত্তর: ঘ. শৌখিন |
২৯. প্রমথ চৌধুরীর মতে তাঁর কোন প্রস্তাব অনেকের কাছে নিরর্থক ও নির্মম ঠেকবে? ক. সুন্দর জীবনধারণের প্রস্তাব খ. জীবনকে সুন্দর ও মহৎ করার প্রস্তাব গ. সাহিত্যচর্চা ত্যাগের প্রস্তাব ঘ. ডেমোক্রেসি প্রবর্তনের প্রস্তাব উত্তর: খ. জীবনকে সুন্দর ও মহৎ করার প্রস্তাব |
৩০. কোনটি উপভোগের জন্য আমরা প্রস্তুত নই? ক. শিক্ষার ফল খ. জীবনের আনন্দ গ. সাহিত্যের রস ঘ. ডেমোক্রেসির সার্থকতা উত্তর: গ. সাহিত্যের রস |